শুটিংয়ে ওঠে আসছে নতুন প্রতিভা, ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিতে চান সেনাপ্রধান

প্রকাশিতঃ 8:56 pm | August 24, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের শুটিংয়ে সোনালী অতীত ফিরিয়ে আনতে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্রীড়াঙ্গনে অপার সম্ভাবনার এই ক্ষেত্রটিকে আরও এগিয়ে নিতে নিয়মিতভাবেই শুটিং প্রতিযোগিতার আয়োজনও করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা সেনানিবাসের আর্মি শুটিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের অগ্রগামী ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘শুটিংসহ দেশের সার্বিক ক্রীড়ার উন্নয়নে কাজ করে চলেছে সেনাবাহিনীও। খেলাধুলার উন্নয়ন আমার বেশ চোখে পড়েছে। আমরা আগের চেয়ে আরও বেশি এগিয়েছি। আমাদের আরও এগোতে হবে, যাতে বিশ্ব পর্যায়ের মান আমরা দ্রুত অর্জন করতে পারি।’

‘এই প্রতিযোগিতার মাধ্যমে সেনাসদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষতা, নিপুণ লক্ষ্যভেদ ও প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত হবে বলে আশা প্রকাশ করা যায়’-যোগ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি।

বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে সপ্তম এই শুটিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান রূপ নেয় প্রতিভাবান সেনা শুটারদের মিলনমেলায়। হাতে বন্দুক, দৃষ্টি স্থির; একটি গুলি আর কিছু পয়েন্ট অর্জন নিশানাবাজির খেলা শুটিংয়ের প্রতিযোগিতায় পুরুষ সেনা শুটারদের পাশাপাশি নজর কাড়েন নারী শুটাররাও। তাদের অন্যতম শামীমা আক্তার ও শারমিন ইসলাম জুঁই।

গণমাধ্যমের সঙ্গে আলাপে নারী শুটার সৈনিক শামীমা আক্তার জানান, মাত্র তিন মাসের প্রস্তুতিতে তিনি কোন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেই করেছেন বাজিমাত। জাতীয় পর্যায়ের শুটারদের হারিয়ে জিতেছেন স্বর্ণপদক। একই রকম সাফল্য দেখিয়েছেন বগুড়া সেনা শুটিং ক্লাবের শুটার সৈনিক শারমিন ইসলাম জুঁই। তারা বলেন, দেশের জন্য অলিম্পিকে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো।

বাংলাদেশ সেনাবাহিনী দলের শুটিং কোচ তৃপ্তি কবির বলেন, ‘শুটিংয়ে আন্তর্জাতিক অর্জনের তালিকায় নবীনরাই হবেন কাণ্ডারি। ওদের স্কোর যেটি আছে, আমরা যদি ওদের আরও প্র্যাকটিস করাতে পারি তাহলে তারা জাতীয় দলে গিয়ে দেশের জন্য আন্তর্জাতিক মেডেল নিয়ে আসতে সক্ষম হবে।’

প্রতিভাবান শুটারদের নিয়ে ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি নতুন প্রতিভাদের তুলে আনতে। যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।’

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ৬ দিনব্যাপী শুটিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন ও রংপুর সেনা শুটিং ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সাভার সেনা শুটিং ক্লাবের ল্যান্স কর্পোরাল মো. আব্দুর রাজ্জাক সার্বিকভাবে শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন। ১০ ও ৫০ মিটার রেঞ্জে ৬টি ইভেন্টের ওপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি শুটিং ক্লাবের ১০১ জন সেনা শুটার অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) ও বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে