শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা লড়বেন না খুরশীদ আলম খান

প্রকাশিতঃ 6:25 pm | September 04, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান শ্রম আইন লঙ্ঘনের মামলায় লড়বেন না অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরে নতুন করে প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘শুরু থেকে মামলাটি আমি করে আসছি। শুধু শ্রম আদালত নয়, আপিল ও হাইকোর্ট বিভাগে আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করে এ পর্যায়ে এনেছি। এখন আমি মামলাটি একাই করতে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি আমাকে না হয় তাকে যে কোনো একজনকে রাখবেন। দুইজনকে রাখলে আমি থাকব না।’

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।

কালের আলো/এমএইচ/এসবি