সেঞ্চুরিয়ান মিরাজের এবার ‘গোল্ডেন ডাক’
প্রকাশিতঃ 3:55 pm | September 06, 2023
স্পোটর্স ডেস্ক, কালের আলো:
গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পরের পর্ব নিশ্চিত করে সাকিবের দল। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে টাইগাররা।
বাংলাদেশ- ২৬/১ ( ৪ ওভার)
ডাক খেলেন মিরাজ
ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদির দুর্দান্ত এক ইনসুইংয়ে পরাস্ত হয়েছিলেন নাঈম শেখ। পরের পাঁচটা বলও স্বস্তিতে খেলতে পারেননি এই ব্যাটার। তাতে ওভার শেষে যেন হাফ ছেড়ে বাঁচেন নাঈম। কিন্তু আরেক ওপেনার মিরাজ একও বলের বেশি টিকতে পারলেন না। দ্বিতীয় ওভারের প্রথম বলটি গুড লেন্থে করেছিলেন নাসিম শাহ। সেখানে লেগের দিকে ঘুরানোর চেষ্টা করেছিলেন মিরাজ। কিন্তু বল চলে যায় সোজা মিড অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। তাতে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় বাংলাদেশ।
এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন লিটন দাস। অন্যদিকে, একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের একাদশেও আছে এক পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
কালের আলো/টিআর