ভালো শুরুর পর শামীমের আত্মাহুতি
প্রকাশিতঃ 6:21 pm | September 06, 2023
স্পোটর্স ডেস্ক, কালের আলো
বাংলাদেশ: ৩৫ ওভারে ১৭৬/৬ (আফিফ হোসেন ১, মুশফিক ৬০, শামীম হোসেন ১৬, সাকিব ৫৩, হৃদয় ২, নাঈম ২০, লিটন ১৫, মিরাজ ০)
সাকিবের বিদায়ে ভেঙেছে সেট হওয়া জুটি। তাতে ছন্দপতনও হয়েছে ইনিংসে। যখন ইনিংসের রান বাড়িয়ে নেওয়াই মূল লক্ষ্য তখন প্রান্ত আগলে থাকা মুশফিককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শামীম। ৩৩.৫ ওভারে শাহীনকে ছক্কা মারলেও পরের ওভারে তাকে থামিয়েছেন ইফতিখার। ২৩ বলে ১৬ রান করা শামীম আউট হয়েছেন বল বাতাসে উঠিয়ে। তার ইনিংসে ছিল মাত্র ১টি ছয়।
সাকিবের আউটের পর মুশফিকের হাফসেঞ্চুরি
সাকিব যে ওভারে আউট হয়েছেন ওই ওভারেই ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটার ফিফটি স্পর্শ করেছেন ৭১ বলে। এটি ছিল মুশফিকের ৪৬তম ওয়ানডে ফিফটি।
শত রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙলো সাকিবের বিদায়ে
শুরুর ধাক্কার পর দারুণ জুটিতে বাংলাদেশের ইনিংস মেরামত করছিলেন সাকিব-মুশফিক। তাতে সফলও হন তারা। ১২০ বলে এই জুটি যোগ করে শত রান! জুটিতে হাফসেঞ্চুরিতে অবদান রাখেন অধিনায়ক সাকিব। এই দুই ব্যাটারের ব্যাটিংয়েই ম্যাচে ফেরার মতো অবস্থায় ফিরতে পারে বাংলাদেশ। দুর্ভাগ্য ২৯.১ ওভারে জুটি ভেঙেছে সাকিবের বিদায়ে। ফাহিম আশরাফের বলে উঠিয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফখর জামানকে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাতে ৫৩ রানে শেষ হয়েছে সাকিবের ইনিংস। তার ৫৭ বলের ইনিংসে ছিল ৭টি চার।
সাকিবের হাফসেঞ্চুরি
বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধারের পর ফিফটি তুলে নিয়েছেন সাকিব। দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশ অধিনায়ক ৫৪তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ৫৩ বলে।
সাকিব-মুশফিকের ব্যাটে ধাক্কা সামলেছে বাংলাদেশ
৪৭ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ জুটি গড়েছেন তারা। ২১তম ওভারে শাদাব খানকে সাকিব বাউন্ডারি মারলে বাংলাদেশের স্কোর ছাড়ায় একশ। আগের ওভারে নাসিম শাহকে টানা দুটি চার মারার পর জীবন পান বাংলাদেশের অধিনায়ক। সাকিবের ফিরতি শট ধরে রাখতে পারেননি নাসিম।
কালের আলো/টিআর