সৈয়দ আশরাফের জানাজার জন্য প্রস্তুত ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ

প্রকাশিতঃ 1:20 pm | January 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় নামাজে জানাজা হবে ময়মনসিংহে।

রোববার (৬ জানুয়ারি) দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলা ও মহানগর আওয়ামী লীগ সূত্র জানায়, জানাজায় অংশ নিতে ময়মনসিংহ নগরীসহ জেলার সকল উপজেলায় একই সঙ্গে মাইকিং করা হচ্ছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষকে জানাজায় অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় নামাজে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সূত্র জানায়, আজ দুপুর ১২টায় পিতৃভূমি কিশোরগঞ্জের শোলাকিয়ায় দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টারে করে সৈয়দ আশরাফের মরদেহ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নিয়ে আসা হবে। সেখানে তার মরদেহ গ্রহণ করবেন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের নেতারা। পরে দুপুর ২টায় মরদেহ নিয়ে যাওয়া হবে আঞ্জুমান ঈদগাহে।

কালের আলো/এএ/এমএইচএ