ডিআইজি শাহ আবিদ হোসেনের ময়মনসিংহে নতুন অধ্যায়
প্রকাশিতঃ 8:36 pm | October 12, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
মাত্র এক বছর চার মাস ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন মো.শাহ আবিদ হোসেন। কিন্তু এই স্বল্প সময়েই কর্মের দ্যুতি ছড়িয়ে জেলাবাসীর মন জয় করেছিলেন। বিদায় বেলায় ভেসেছিলেন প্রশংসা, আবেগ আর ভালোবাসায়। সিক্ত হয়েছিলেন ফুলেল শুভেচ্ছায়। এরপর পদোন্নতি পেয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম), পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এবং আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার নতুন এক চ্যালেঞ্জ নিয়ে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন অধ্যায়ের সূত্রপাত হতে যাচ্ছে জনবান্ধব পুলিশিং’র উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা ২০ ব্যাচের এই অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার। বুধবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহ রেঞ্জের বিদায়ী ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের স্থলাভিষিক্ত হয়েছেন। তাকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন শাহ আবিদ হোসেন। সেই সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন এবং সফল হন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কঠিন মুহুর্তেও পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে তাঁর ওপরেই আস্থা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে শাহ আবিদ হোসেনের নাম ঘোষণার পর থেকে ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ আবহ তৈরি হয়েছে। হৃদয়ের মর্মমূল থেকে পাচ্ছেন অভিনন্দন বার্তা। অনেকেই বলছেন, দক্ষতা ও যোগ্যতায় নিজেকে একটি ব্র্যান্ড নেইমে পরিণত করেছেন শাহ আবিদ হোসেন। তাঁর নেতৃত্বের মুন্সীয়ানা বরাবরই সব পরিমণ্ডলে কুড়িয়েছে প্রশংসা।
এক নজরে এসপি হিসেবে শাহ আবিদ হোসেনের অধ্যায়
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বপালনকালে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে একাগ্রচিত্তে কাজ করেছিলেন ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি শাহ আবিদ হোসেন। ওই সময় পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রহণ করেন নানামুখী উদ্যোগ। তার সময়ে জেলা পুলিশের মোবাইল এপ্লিকেশন প্রচলন, অনলাইনে নাগরিক সেবা, পজ মেশিনের মাধ্যমে ই-ট্রাফিক ব্যবস্থা, অনলাইনে আবেদনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান, অনলাইন জিডির প্রচলন, গঠিত নারী ও শিশু সহায়তা সেলের সুফল পেয়েছেন সকলেই। এখনও ময়মনসিংহ জেলা পুলিশ সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। নতুন নতুন উদ্যোগ আর কর্মপ্রবাহে জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞার দক্ষ নেতৃত্বে হয়ে ওঠেছে ‘জনতার পুলিশ’।
ডিআইজি শাহ আবিদ হোসেন একজন সৃষ্টিশীল পুলিশ কর্মকর্তা হিসেবেও স্বনামে খ্যাত। ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে সেই সময় তিনি নির্মাণ করেছিলেন বঙ্গবন্ধুর ম্যুরাল সম্বলিত স্মৃতিস্তম্ভ ‘চেতনায় অম্লান’। যেখানে আছে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে শাহাদাতবরণকারী ময়মনসিংহ জেলা পুলিশের সদস্য ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের নামফলক। এর আগে দায়িত্বপালনকালে পিরোজপুর জেলায় নির্মাণ করেছিলেন শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভ এবং কুমিল্লা জেলায় নির্মাণ করেন ‘চেতনায় ৭১’।
কালের আলো/এমএএএমকে