ভারতীয় একাদশে ফিরলেন গিল, পাকিস্তান একাদশে আছেন কারা?
প্রকাশিতঃ 2:35 pm | October 14, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ডেঙ্গু জ্বর থেকে ফিরে আসার পর পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না তা নিয়েও শঙ্কা ছিল শুভমান গিলের। তবুও আশাবাদী ছিল ভারতীয় সমর্থকরা, যে এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি। অবশেষে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটলো। বিশ্বকাপে প্রথমবারের মত মাঠে নামছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।
পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ এই ম্যাচে একটি মাত্র পরিবর্তনই এনেছে ভারত। ইশান কিশানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শুভমান গিল। পাকিস্তান একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের একাদশই ঠিক রাখা হয়েছে।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
কালের আলো/এসএম