বাবর-রিজওয়ানের জুটিতে এগোচ্ছে পাকিস্তান
প্রকাশিতঃ 4:40 pm | October 14, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
পাকিস্তান দলের দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান এখন ক্রিজে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারা এগিয়ে নিচ্ছেন দলকে। এখন পর্যন্ত জুটিতে হাফসেঞ্চুরি ছাড়িয়েছেন এই যুগল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১২৯ রান। বাবর ৩৬ আর রিজওয়ান ৩৪ রানে অপরাজিত আছেন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
উদ্বোধনী জুটিতে ৪৮ বলে ৪১ রান তোলেন ইমাম উল হক আর আবদুল্লাহ শফিক। ২৪ বলে ২০ করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন শফিক।
সেট হয়ে আউট হয়েছেন ইমাম উল হকও। ৩৮ বলে তিনি করেন ৩৬। ৭৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
কালের আলো/এসএম