টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান

প্রকাশিতঃ 2:48 pm | October 18, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় অঘটনের জন্ম দিয়েছিলো নেদারল্যান্ডস। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দিয়েছিলো আফগানিস্তান। সেই আফগানরা আজ কি আরেকটি অঘটনের জন্ম দেবে?

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ (১৮ অক্টোবর) আফগানিস্তানের মুখোমুখি হলো নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তানের অধিনায়ক হাশমাতউল্লহ শহিদি।

ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, লকি ফার্গুসন, মিচেল সান্তনার, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম অলিখিল, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি, নাভিন-উল হক।

কালের আলো/এসএম