শেখ রাসেলের জন্মদিনে ঢামেকে বর্ণাঢ‍্য আয়োজন, শিশু রোগীদের নিয়ে কেক কাটলেন পরিচালক

প্রকাশিতঃ 5:32 pm | October 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে শিশু বিভাগে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বহির্বিভাগে শিশুদের নিয়ে আনন্দের সময় কাটান হাসপাতাল পরিচালকসহ চিকিৎসকরা। এ সময় শিশুদের মাঝে উপহারসহ শিশু শেখ রাসেলের জন্মদিন কেক কাটেন। সেই কেক শিশু রোগীদের মুখে তুলে দেন পরিচালকসহ চিকিৎসকরা।

কেক কাটার আগে শিশু বহির্ভাগের শিশু রোগীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়।

এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু বহির্বিভাগের ভেতরে ও বাইরে রঙবেরঙের বেলুন ও নানা রকম উপকরণ দিয়ে সাজানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

১৯৬৪ সালে ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি রাসেল। শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন রাসেল।

কালের আলো/ডিএস/এমএম