কিউই ব্যাটারদের ৬ বার জীবন দিলো আফগানিস্তান!
প্রকাশিতঃ 8:16 pm | October 18, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে ফিল্ডিংয়ের দৃষ্টান্তই স্থাপন করলো আফগানিস্তান। আজ বুধবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এমন বাজে ফিল্ডিংয়ের কারণেই হয়তো ম্যাচটি হাতছাড়া হবে আফগানদের।
টস হেরে ব্যাট করতে নেমে ৬ বার জীবন পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই ক্যাচ মিস করতে থাকে আফগানিস্তানের ফিল্ডাররা। বাজে ফিল্ডিংয়ের কারণেই ২৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
প্রথম ক্যাচ মিস
১ ওভার ৪ বলের সময় মিস হয় প্রথম ক্যাচ। ফজলহক ফারুকির বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন উইল ইয়ং। কিন্তু ক্যাচটি লুফে নিতে পারেননি রহমত শাহ।
রাচিন রাবিন্দ্রার ক্যাচ মিস
এরপর নবম ওভারের শেষ বলে মুজিব উর রহমানের বলে ক্যাচ তুলেন রাচিন রাবিন্দ্র। মিডউইকেট অঞ্চল থেকে ক্যাচটি মিস করেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি।
স্ট্যাম্পিং মিস
১৯তম ওভারের প্রথম বলে এবার রাবিন্দ্রাকে স্ট্যাম্পিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ। ওভারটি করেছিলেন রশিদ খান।
লাথামের নতুন জীবন
এরপর আবারও ক্যাচ মিস সেই রশিদ খানের বলেই! ৪১তম ওভারের শেষ বলে এবার মুখে হাসি ফুটলো কিউই অধিনায়ক টম লাথামের। শট ফাইন লেগে সুইপ করে খেলছিলেন তিনি। এসময় ব্যাটে-বলে ভালো সংযোগ না ঘটায় লাথামকে তালুবন্দি করার সুযোগ পান মুজিবর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
লাথামের দ্বিতীয় জীবন
রশিদ খানের কপালই যেন আজ পোড়া। ৪২ ওভার ৩ বলের সময় আবার নতুন জীবন পান টম লাথাম। দুইবার জীবন পেয়ে কিউই অধিনায়ক ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন।
ফিলিপসের ক্যাচ মিস
৪৬তম ওভারের তৃতীয় বলে নাভিন উল-হকের বলে ক্যাচ তুলে দেন গ্লেন ফিলিপস। এসময় লং অফ অঞ্চল থেকে অনেক দূর দৌড়ে এসে ক্যাচটি ধরার চেষ্টা করেন রশিদ খান। কিন্তু বলটি স্পর্শ করতে পারলেও আকড়ে ধরে তালুবন্দি করতে পারেননি রশিদ। তবে নিঃসন্দেহে এটি রশিদের বড় প্রচেষ্টা ছিল।
কালের আলো/এসএম