কোহলিই আমাকে স্লেজিং করে, আমি করি না: মুশফিক
প্রকাশিতঃ 11:58 am | October 19, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
খেলার মাঠে অনেককেই স্লেজিং করতে দেখা যায়। স্লেজিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ফিল্ডিং করার সময় নানা কায়দায় প্রতিপক্ষ দলের ব্যাটারের মনোবল নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন কোহলি।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ রিজওয়ানকে অদৃশ্য ঘড়ির দিকে ঈশারা করতে দেখা যায় তাকে। এ ছাড়া কখনো রেগে, কখনো তাচ্ছিল্যের সুরে, এমনকী কখনো হেসে হেসেও স্লেজিং করে বিপাকে ফেলার চেষ্টা করেন তিনি।
বিরাট কোহলির স্লেজিংয়ের শিকার হয়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমও। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘যখনই আমি তার বিপক্ষে খেলি, প্রতিবারই আমি ব্যাটিংয়ে নামার সময় সে সবসময় আমাকে স্লেজ করার চেষ্টা করে। কারণ সে সত্যিই একজন লড়াকু খেলোয়াড় এবং কোনো ক্রিকেট ম্যাচ হারতে চায় না। ভারত ও তার মুখোমুখি হওয়ার যে চ্যালেঞ্জ এবং প্রতিদ্বন্দ্বিতা সেটা আমি সত্যিই ভালোবাসি।’
উইকেটের পেছনে সবসময় সরব থাকেন মুশফিকও। সতীর্থদের চাঙা রাখতে নানাভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটারের উদযাপনও দেখার মতো। মুশফিকের উদযাপন নিয়ে ভারতীয় অনেক সমর্থকের আপত্তিও দেখা গেছে ইতোপূর্বে। কোহলিকে কখনো স্লেজিং করেছেন কি না এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘বিশ্বের কিছু ব্যাটার স্লেজিং ভালোবাসে এবং তেঁতে ওঠে। তাই আমি কখনোই তাকে (কোহলি) স্লেজ করিনি কারণ সে তেঁতে ওঠবে। আমি সবসময়ই আমার বোলারদের বলি যতটা সম্ভব দ্রুত তার উইকেট তুলে নাও।’
কোহলিকে স্লেজ করলে এর পরিণতি কী হতে পারে তা ভালোভাবেই জানা আছে মুশফিকদের। বাংলাদেশকে পেলে সবসময়ই রানে থাকেন কোহলি। এখন পর্যন্ত ১৯ ওয়ানডে খেলে টাইগারদের বিপক্ষে ৭৩.১৩ গড়ে ১ হাজার ৯৭ রান করেছেন তিনি। তাই বিশ্বকাপে আজকের ম্যাচে ডানহাতি এই ব্যাটারকে দ্রুত আউট করাই লক্ষ্য থাকবে বাংলাদেশের। নয়তো ভয়ানক রূপে ধরা দেবেন তিনি।
অন্যদিকে, ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৫ ওয়ানডে খেলে ৩১.৬৭ গড়ে ৬৬৫ রান করেছেন মুশফিক। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাটে বড় কিছুর প্রত্যাশায় থাকবে বাংলাদেশ।
কালের আলো/এসএম