ভারতের বিপক্ষে খেলবেন সাকিব?

প্রকাশিতঃ 12:09 pm | October 19, 2023

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

দুপুরে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ দল। তার আগে বারবার আলোচনায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন কি না সেটি নিয়ে থেকে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, এই ম্যাচ খেলতে পারেন সাকিব। যদিও বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায় না দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় মাংসপেশীর ইনজুরিতে পড়েন সাকিব। গতকাল (বুধবার) দুপুরে দ্বিতীয়বারের মতো স্ক্যান করানো হয়। যদিও সেটার রিপোর্ট কি এসেছে, তা জানা সম্ভব হয়নি। তবে সাকিবের জন্য আজ সকাল পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ধারণা করা হচ্ছে, সাকিব ফিট হয়ে উঠেছেন। গেল মঙ্গলবার তাকে অনুশীলনে দেখে মনেই হয়নি ইনজুরি সমস্যায় ভুগছেন তিনি।

গতকাল হাথুরু বলছিলেন, ‘সাকিবের অবস্থা ভালো। গতকাল (মঙ্গলবার) সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আজ (গতকাল) তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। আগামীকাল (আজ) সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নেবো না।’

বাংলাদেশ যখন সাকিবের ব্যাপারে সিরিয়াস, তখন ভারত টাইগার অধিনায়ককে কোনো ভাবনাতেই রাখতে রাজি নয়। ম্যাচের আগের দিন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, সাকিবকে নিয়ে কোনো কথাই হয়নি তাদের দলে- ‘সাকিবকে নিয়ে আমাদের কোনো কথা হয়নি। সে অবশ্যই ভালো খেলোয়াড়, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, ভালো ব্যাটার এবং বোলার। কিন্তু, আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা কী করতে পারি এটাই সবচেয়ে বড় বিষয়। সাকিব আমাদের বিপক্ষে খেলল কি খেলল না সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

শেষ পর্যন্ত সাকিব খেললেও আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে বলেই ইঙ্গিত পাওয়া গেছে। পুনের পিচের কথা চিন্তা করে বাড়তি একজন বোলার দলে নেওয়ার চিন্তা টাইগার টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে নাসুম আহমেদ অথবা শেখ মেহেদী দুই জনের একজন থাকবেন দলে। বাদ পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া তানজিদ হাসান তামিমের।
যেমন হতে পারে বাংলাদেশ একাদশ:- লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

কালের আলো/এসএম