আহত হয়ে মাঠ ছেড়ে গেলেন হার্দিক পান্ডিয়া

প্রকাশিতঃ 4:11 pm | October 19, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছে বাংলাদেশে। দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাসের ব্যাটে দারুণ সূচনা পায় টাইগাররা।তবে, বাংলাদেশের ইনিংসের নবম ওভারে দুঃসংবাদ পেয়েছে ভারত। ওভারটি করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। তার করা ওভারের দ্বিতীয় বলে সামনে এগিয়ে কভার অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকান লিটন দাস।
তৃতীয় বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এবার অসাধারণ একটি স্ট্রেইট ড্রাইভ খেলেন লিটন। নিজের দিকে আসা বলটি পা দিয়ে থামানোর চেষ্টা করেন হার্দিক।

এতেই ঘটে বিপত্তি। পায়ের গোড়ালিতে গুরুতর চোট পান ভারতীয় অলরাউন্ডার। এ সময় মাঠেই ফিজিও এসে তার পায়ে স্প্রে করেন। বেশ কিছুক্ষণ পর খোঁড়াতে খোঁড়াতে উঠে ওভার শেষ করার চেষ্টা করেন হার্দিক। তবে বল করতে পারেননি। শেষ পর্যন্ত তাকে মাঠই ছাড়তে হলো। হার্দিকের ওভারের বাকি তিনটি বল করেছেন বিরাট কোহলি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭.৩ ওভার ১ উইকেট হারিয়ে ১০১ রান। লিটন ৪২ এবং নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ৫ রান নিয়ে।

কালের আলো/এসএম