ফুটবলারদের বোনাস নিয়ে জরুরি সভায় বসছে বাফুফে
প্রকাশিতঃ 4:31 pm | October 20, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের ম্যাচের আগে আবাসিক ক্যাম্প পরিদর্শন করে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ফুটবলারদের বলেছিলেন, জিতলে তোমাদের জন্য ‘বিগ বোনাস’ অপেক্ষা করছে।
বোনাসের অংকটা তিনি উল্লেখ না করলেও আভাস দিয়েছিলেন গত সাফের সেমিফাইনালে ওঠার পর ফুটবলাররা যে বোনাস পেয়েছিলেন, এবার হতে পারে তার দ্বিগুণ। অর্থাৎ কোটি টাকার মতো বোনাস পেতে পারেন ফুটবলাররা।
মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ উঠে গেছে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফুটবলাররা দ্রুতই পেয়ে যাবেন তাদের বোনাস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগেই বোনাসের টাকা পেয়ে যেতে পারেন জামাল ভূঁইয়ারা। খেলোয়াড়দের কত টাকা করে বোনাস দেওয়া হবে এবং বোনাস ঠিক কবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল (শনিবার) বিকাল ৩ টায় জরুরি সভা ডেকেছেন বাফুফে সভাপতি। বাফুফের এই ষষ্ঠ জরুরী সভায় একটি মাত্র এজেন্ডা- ফুটবলারদের বোনাস।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেছেন, ফুটবলারদের বোনাস বিষয়ে একমাত্র এজেন্ডা নিয়ে ষষ্ঠ এই জরুরি সভা অনুষ্ঠিত হবে।
গত সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলার পুরস্কার হিসেবে ফুটবলারদের অর্ধকোটি টাকার বেশি দিয়েছিলেন বাফুফে সভাপতি। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচটি ছিল বাংলাদেশের ফুটবলের জন্য অতি গুরুত্বপূর্ণ।
এ ম্যাচ জিততে না পারলে বাংলাদেশ কেবল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতো না, আগামী প্রায় এক বছর ফিফা ও এএফসির কোনো ম্যাচ খেলার সুযোগও থাকতো না। তখন শুধু ফ্রেন্ডলি ম্যাচের ওপর নির্ভর করতো জাতীয় দলের মাঠে নামা। যে কারণে এই ম্যাচের আগে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে ‘বিগ বোনাস’ ঘোষণা দেন বাফুফে সভাপতি।
মালদ্বীপকে হারিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দল এখন বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলার প্রস্তুতি শুরু করবে। আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে। অন্য দুই প্রতিপক্ষ ফিলিস্তিন ও লেবানন।
বাছাইয়ের দ্বিতীয় পর্বে ৩৬ টি দল খেলবে ৯ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ দল উঠবে তৃতীয় রাউন্ডে। ১৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে তৃতীয় রাউন্ড।
কালের আলো/এসএম