ঈশ্বরগঞ্জে বিএনপি’র ২২ নেতা-কর্মীর নামে মামলা : আটক ৩
প্রকাশিতঃ 7:27 pm | February 07, 2018
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/02/iswargonj-map.jpg)
ঈশ্বরগঞ্জ সংবাদদাতা :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ২২ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ বাদি হয়ে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করে বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করে পুলিশ।
জানা যায়, বিএননির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়।
এ ঘটনায় মঙ্গলবার পুলিশ (০৬ ফেব্রুয়ারি) বাদী হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া মণিসহ ২২ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান দৈনিক কালের আলোকে জানান, পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় মাইজবাগ থেকে আবুল কালাম ভুঁইয়া, আঠারবাড়ি থেকে নজরুল ইসলাম ও রফিকুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাদের বুধবার ময়মনসিংহের আদালতে পাঠানো হয়।
কালের আলো/এসএ