শিক্ষাক্রমে গুণগত পরিবর্তন এনেছে সরকার: খাদ্যমন্ত্রী
প্রকাশিতঃ 4:37 pm | October 25, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শিক্ষায় বর্তমান সরকারের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে বর্তমান সরকার শিক্ষাক্রমে গুণগত পরিবর্তন এনেছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নে অংশীদার হিসেবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই শিক্ষার্থীদের আগামীর জন্য আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তাদের হাত ধরেই তৈরি হবে স্মার্ট বাংলাদেশ।
তিনি বলেন, বর্তমানে এবং আগামীর শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। সেইসঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বের দরবারে দেশকে উঁচুতে তুলে ধরার মানসিকতা নিয়ে বড় হওয়ার আহ্বানও জানান সাধন চন্দ্র মজুমদার।
তিনি আরও বলেন, আগে শিক্ষার্থীদের শিক্ষাজটে পড়তে হতো। শিক্ষা জীবনের মূল্যবান সময় নষ্ট হতো। এখন বিশ্ববিদ্যালয়ে সেশনজট নেই। সময় মতো শিক্ষা জীবন শেষ করে কর্মে প্রবেশ করতে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা। দেশে বর্তমানে কারিগরি ও প্রাতিষ্ঠানিক শিক্ষারও বিস্তার ঘটছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (২৫ অক্টোবর) লুৎফর আব্দুল্যাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।
কালের আলো/ডিএস/এমএম