ময়মনসিংহে পরীক্ষা হল থেকে বেরিয়েই মা হলেন বিউটি : উৎসুক জনতার ভিড়
প্রকাশিতঃ 8:00 pm | February 07, 2018
সিনিয়র রিপোর্টার:
প্রসব ব্যাথা নিয়েই বাড়ি থেকে ১৬ কিলোমিটার দূরে স্থানীয় ডিগ্রী কলেজের পরীক্ষা হলে এসেছিলেন বিউটি রাণী দাস (২২)। পরীক্ষা শেষ করেই তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান।
এমন খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিউটি ও তাঁর কন্যা সন্তানকে দেখতে উৎসুক মানুষজন ভিড় করছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা যায়, মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ‘নারী ও রাজনীতি’ বিষয়ে পরীক্ষায় অংশ নেন স্থানীয় ডিগ্রি কলেজের শিক্ষার্থী বিউটি রাণী দাস।
কিন্তু পরীক্ষা শুরুর দু’ঘন্টা পর প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তিনি কন্যা সন্তানের মা হন।
এ খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (০৭ ফেব্রুয়ারি) দিনমান বিউটি ও তার কন্যা সন্তানকে দেখতে হাসপাতালে হুমড়ি খেয়ে পড়ছেন উৎসুক জনতা। তাদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
হাসপাতালের বেডে থাকা বিউটি রাণী দাস স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি ও তাঁর কন্যা সন্তান উভয়েই সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
অদম্য মনোবল ও অসীম দৃঢ়তা নিয়ে অনেক দূর যেতে চান বিউটি রাণী দাস। তিনি বলেন, আমার দৃঢ় মনোবল ছিল এক ঘন্টা পরীক্ষা দিতে পারলেও ভাল করবো। দুই ঘন্টায় আমি ৯০ নম্বরের প্রশ্নের উত্তর লিখেছি। এতে প্রত্যাশিত মার্কস আসবে বলেও জানান বিউটি।
ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম খান জানান, পরীক্ষার্থী প্রসব ব্যাথা নিয়েই পরীক্ষায় অংশ নিতে আসে। হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যার দিকে বিউটি কন্যা সন্তান প্রসব করে। বর্তমানে নবজাতক ও প্রসূতি উভয়েই সুস্থ আছে।
কালের আলো/ওএইচ