নয়াপল্টনেই সমাবেশ, ডিএমপিকে জানালো বিএনপি
প্রকাশিতঃ 3:45 pm | October 26, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ২৮ অক্টোবরের সমাবেশ রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করতে অনড়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়াকে দেওয়া চিঠিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নয়া পল্টনে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেখানে সোয়া লাখের মতো লোক সমাগম হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়ার পাঠানো চিঠিতে সমাবেশের জন্য নির্ধারিত স্থান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও বিকল্প দুটি ভেন্যুর নাম প্রস্তাবের অনুরোধসহ আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়।
চিঠির উত্তরে বৃহস্পতিবার দুপুরে রুহুল কবির রিজভী পল্টন থানার ওসির কাছে একটি চিঠি পাঠান। তাতে বলা হয়েছে, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।
চিঠিতে বলা হয়েছে, গতকাল ২৫ অক্টোবর দিবাগত রাতে আপনার (ওসি) স্বাক্ষরিত একটি পত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গৃহীত হয়। পত্রে ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ সম্পর্কিত সাতটি তথ্য জানতে চাওয়া হয়। ক্রমানুসারে সাতটি তথ্যের জবাব নিম্নরূপ:
১। সমাবেশ বেলা ২টায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে।
২। সমাবেশে এক লাখ থেকে সোয়া লাখ লোক হতে পারে।
৩। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে।
৪। সমাবেশ উপলক্ষে পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর পর পর মাইক লাগানো হবে।
৫। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন না।
৬। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন, যার সংখ্যা হবে ৫০০ জন।
৭। ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনও ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।
কালের আলো/ডিএসবি/এমএম