মোহাম্মদপুরে ককটেল ফাটিয়ে ‘বাসে আগুন দিয়ে পালানোর সময়’ একজনের মৃত্যু
প্রকাশিতঃ 2:20 pm | October 29, 2023
ঢামেক প্রতিবেদক, কালের আলো:
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ককটেল ফাটিয়ে দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পালাতে গিয়ে আব্দুর রশিদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) ভোররাতে মোহাম্মদপুরের ময়ূর ভিলার বিপরীত পাশে ও সকাল সাড়ে দশটার দিকে টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।
বাসচালক মনিরুল ইসলাম জানান, সকাল ১০ টার পর পরিস্থান পরিবহন গাড়িটি নিয়ে টাউন হল পার্কের সামনে এলে গলি থেকে মোটরসাইকেলে করে চারজন যুবক এসে রাস্তায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, ভোর রাতের দিকে ময়ূর ভিলার বিপরীত পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্বাধীন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় হাতেনাতে একজনকে আটক করা হয়। অন্যদিকে সকাল সাড়ে দশটার দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পালাতে গিয়ে একজন নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা। তবে সূত্রে জানা গেছে, নিহত ওই যুবকের নাম আব্দুর রশিদ। তার বয়স ৩৬ বছর।
নিহতের বিষয়ে সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, বাসে আগুনের সময় পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এ সময় তাদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে সড়কের পাশে থাকা ৬ তলা ভবনে উঠে যান। পুলিশের হাত থেকে রক্ষা পেতে ৬ তলার ওপর থেকে পাশের এক ছোট বিল্ডিংয়ের ছাদে লাফ দেন তিনি। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কালের আলো/এমএইচ/এসবি