অবরোধের নামে নৈরাজ্য ঠেকাতে ময়মনসিংহ মহানগর যুবলীগের মোটর সাইকেল মহড়া
প্রকাশিতঃ 7:55 pm | October 31, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে নৈরাজ্য ঠেকাতে নগরীতে বিশাল মোটর সাইকেল মহড়া দিয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর আকুয়া এলাকা থেকে শুরু হওয়া এ মহড়ার নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনূর রহমান।
নগরীর নতুন বাজার, গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের রহমতপুর ও ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় দুটি পথসভা করে তারা। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনূর রহমান বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাঠে রয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।’
তিনি বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।’
এ সময় মহানগর যুবলীগের সদস্য রাসেল আহমেদ, জিয়াউল হক, ছলিমুল্লাহ রসুল, ইফফাত হাসান রিজন, শাহ আলমগীর জয়, রাজীব খান, সুমন হোসেন, রেজুয়ান রিফাত, যুবলীগ নেতা মারুফ হোসেন মুন্না, শরীফ হাসান, জাহাঙ্গীর হোসেন, রয়েল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/বিএসবি/এমএম