বিটিআরসি’র নতুন ডিজি মাহফুজুল করিম মজুমদার
প্রকাশিতঃ 5:54 pm | January 10, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদার।
ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিমের মজুমদারকে বিটিআরসির মহাপরিচালক করতে এক আদেশে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।
কালের আলো/এএ/এমএইচএ