‘বিএনপি-জামাত শাসনামলে দুর্নীতি, সন্ত্রাস ও এক্সঅরাজকতায় পরিপূর্ণ ছিল দেশ’

প্রকাশিতঃ 6:52 pm | November 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সমগ্র বাংলাদেশের বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন করার ফলে সারা দেশে সমৃদ্ধির জোয়াব বইছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বিপরীতে বিএনপি জামাতের শাসনামলে বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। সে সময় মানুষ পানি ও বিদ্যুতের জন্য মিছিল করেছে, কৃষক সারের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি চালিয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দকে হত্যা থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট এর গ্রেড হামলার মত বর্বর আক্রমণও বিএনপি চালিয়েছিল।

বুধবার (৮ নভেম্বর) লক্ষীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় উন্নয়ন ও সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধির যাত্রা অব্যাহত রাখতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে পরিবর্তিত করে দিয়েছেন, দারিদ্র পীড়িত ঘনবসতিপূর্ণ বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের কাতারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন।

মোঃ তাজুল ইসলাম বলেন, আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে বিভিন্ন পরাশক্তি আমাদের উপর নানা রকম চাপ প্রয়োগ করতে চাচ্ছে। অথচ মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তাদের সহযোগিতা পাইনি বরং তারা পাকিস্তানের পক্ষে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ৭৪ সালে বন্যার ফলে সারা দেশে যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তারা আমাদের কোন সহযোগিতা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনরাত পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে।

মন্ত্রী এ সময় সতর্ক করে বলেন, আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কেউ নেই। বিএনপি-জামাত রাষ্ট্র ক্ষমতায় এলে আবার দেশে অরাজকতা ও অস্থিরতা শুরু হবে। তাই সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটে জয়যুক্ত করতে হবে।

কালের আলো/বিএসবি/এমএইচ