৪ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ চাপে আফগানিস্তান

প্রকাশিতঃ 4:22 pm | November 10, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমে ভালোই শুরু করেছিল আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৪১ রান করেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

দলীয় ৪১ রানের মাথায় আফগানদের উদ্বোধনী জুটি ভাঙেন কেশভ মহারাজ। এরপর হুড়মুড় করে ভেঙে পড়ে আফগানদের রক্ষণের দেয়াল। তিন ওভারে ৪ রান তুলতেই তিনটি উইকেট হারায় আফগানরা। এতে রীতিমত চাপে পড়ে যায় হাসমতউল্লাহ শহিদি দল।

ইনিংসের নবম ওভারে কেশব মহারাজের বলে হেনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (২২ বলে ২৫)।

এর পরের ওভারে ৩০ বলে ১৮ করে কোয়েতজির বলে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ধরা পড়েন জাদরান। ১১তম ওভারে মাত্র ২ রান করে সাজঘরে ফেরত যান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। মহারাজের টানা দ্বিতীয় ওভারে ডি ককের ক্যাচ হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৬২ রান। ১৩ রানে রহমত শাহ আর ৪ রান নিয়ে ব্যাট করছেন আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আহমেদাবাদ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

প্রোটিয়াদের বিপক্ষে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই আফগানদের। এখন পর্যন্ত টেম্বা বাভুমার দলের বিপক্ষে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। সবগুলোতেই হেরেছে দক্ষিণ এশিয়ার দলটি। তাই আজ প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া আফগানিস্তান।

কালের আলো/এমএইচ/এসবি