ক্যালেডোনিয়ার জালে ৯ গোল দিয়ে জয়ে ফিরলো ব্রাজিল
প্রকাশিতঃ 7:34 pm | November 14, 2023
ক্রীড়া প্রতিবেদক, কালেরে আলো:
শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দলটির শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছিল এশিয়ার দেশ ইরানের কাছে ৩-২ গোলের হার দিয়ে।
ইন্দোনেশিয়ায় চলতি ছোটদের এই বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে। আজ (মঙ্গলবার) জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের কাছে রীতিমতো উড়ে গেছে নিউ ক্যালেডোনিয়া। ব্রাজিলের কিশোররা ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের দ্বীপ দেশটিকে।
কাউয়া এলিয়াসের হ্যাটট্রিক ও রায়ানের জোড়া গোলে ব্রাজিল পেয়েছে এই বড় জয়। বাকি চার গোল করেছেন উইলিয়ান, লুইঘি, রেইস ও সুজা। ব্রাজিল প্রথম গোল করে ২৮ মিনিটে, নবম গোল ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে।
নিউজ ক্যালেডোনিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল ১০-০ গোলে। দুই ম্যাচে ১৯ গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দলটি। এই জয়ে ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা তৈরি হলো।
কালের আলো/এসএমআর