গলফ হাউজ কর্পোরেট গলফ টুর্নামেন্ট বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 11:00 pm | November 17, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
তিন দিনব্যাপী গলফ হাউজ কর্পোরেট গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) কুর্মিটোলা গলফ ক্লাবের অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, গত ১৫ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আইএসপিআর আরও জানায়, তিন দিনব্যাপি টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬২৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কমান্ডার মোঃ কামরুজ্জামান উইনার, মোঃ নাসিমুল হক মজুমদার রানার আপ এবং মিসেস হাইজং উম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য, স্পন্সর, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যমব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম