সেনাপ্রধানের কর্মব্যস্ত দিনলিপি
প্রকাশিতঃ 7:52 pm | November 22, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন-অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে তিনি নেতৃত্ব দিচ্ছেন। মিনিট, ঘন্টা হিসেব করে সময়ের সদ্ব্যবহার করেন। কথা বলেন গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে। বুধবার (২২ নভেম্বর) দিনমান ঠিক তেমনিই ব্যস্ত একদিন অতিবাহিত করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ। এদিন তিনি চারটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা হয় কর্মযজ্ঞের। পরে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও বিকেএসপি মহিলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে চেক হস্তান্তর করেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের ২২তম সভায়। তাঁর উপস্থিতিতেই স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটির সমঝোতা স্মারক। খবর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২২ নভেম্বর) তিনি এই বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন কক্ষে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। এসময় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা সহ ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপি মহিলা ফুটবল খেলোয়াড়দের মধ্যে চেক হস্তান্তর
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো গড়ে তোলা হয়েছে নারী ফুটবল দল। চলতি বছরের মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রচুর দর্শকের উপস্থিতিতে বিকেএসপির বিপক্ষে পূর্নিমার জোড়া গোলে জিতে দেশের ফুটবলে নিজেদের অভিষেককে রাঙিয়ে দেয় তাঁরা। রোমাঞ্চকর দিনে দুরন্ত ফুটবলশৈলী উপহার দিয়ে অবিস্মরণীয় জয়ের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে বিশ্বের বুকে তুলে ধরতে নিজেদের সক্ষমতার জানান দিতে চায় ক্রীড়াঙ্গনের নতুন সাফল্যের দূত সাবিনা-মারিয়াদের এই উত্তরসূরীরা।
এবার বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও বিকেএসপি মহিলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে চেক হস্তান্তর করেছে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস।
বুধবার (২২ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, খেলোয়াড়দের অধিকতর অনুপ্রাণিত ও উৎসাহিত করতে সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ প্রত্যেক খেলোয়াড়কে সম্মানী হিসেবে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করে।
জানা যায়, দেশের নারী ফুটবলারদের সব সময়ই নানাভাবে উৎসাহিত করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের সংবর্ধনার পাশাপাশি এক কোটি টাকা পুরস্কারও দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকেও সংবর্ধনা দেন তিনি। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের নারী ফুটবলাররা বিশেষ ভূমিকা রাখবে বলেও বরাবরই দৃঢ় আশাবাদী তিনি। দুরন্ত জীবনের উষা লগ্নে নিজে ফুটবল ও ক্রিকেটে দুর্দান্ত ছিলেন বলেই কীনা দেশের নারী ফুটবলকে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিতে সেনাবাহিনীতে নারী ফুটবল দল গড়ে নতুন এক চমক উপহার দেন সেনাপ্রধান।
আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীতে পুরুষ ফুটবল দল গঠনের পর থেকে আন্তঃবাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল গঠনের প্রয়াসে গত বছর সেনাবাহিনীতে প্রথমবারের মত সৈনিক পদে মহিলা ফুটবলার ভর্তি করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান মহিলা ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের খেলোয়াড়দেরকে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের অধীনে একজন জাতীয় পর্যায়ের স্বীকৃত দক্ষ কোচের অধীনে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।
আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের ২২তম সভা উদ্বোধন
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের (এফআইজি) কার্যনির্বাহী কমিটির ২২তম সভার উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২২ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত জিমন্যাস্টিকস ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভাটি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। সভায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন ও আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা, ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটির সমঝোতা স্মারক সই
বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনটি সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তর ও সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের যৌথ উদ্যোগে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র উপস্থিতিতে সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল ইসলাম ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন আহসান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. চৌধুরী নাফিস সারাফাত উপস্থিত ছিলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি’র মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবে।
জানা যায়, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি গৌরবময় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর ফলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দ্বার আরও উন্মোচিত হলো। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবেন।
কালের আলো/এমএএএমকে