ধানমন্ডিতে প্রাইভেটকার নিয়ে ছিনতাই, ধাওয়া দিয়ে ধরলো পুলিশ
প্রকাশিতঃ 10:24 pm | November 26, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে ধানমন্ডির আবাহনী মাঠের পিছনে ওয়াসার অফিসের সামনে ছিনতাইকারীরা প্রাইভেটকার দিয়ে রিকশা গতিরোধ দুটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম জানিয়েছেন, ছিনতাইকালে বাদী আশিকুজ্জামান ও তার বড় ভাইয়ের চিৎকারে ধানমন্ডি থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি অবগত হয়। পরে তারা বিষয়টি অফিসার ইনচার্জকে অবগত করলে অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার সকল টহল পার্টি কে সতর্ক করে এবং বিষয়টি ডিএমপি কন্ট্রোল রুমকে অবগত করে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে।
পরে কল্যাণপুর বাসস্ট্যান্ড গিয়ে বিভিন্ন টহলরত পুলিশের সহায়তায় ছিনতাইকারীদের গাড়িসহ আটক করা হয়।
ছিনতাই মামলায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কালের আলো/ডিআর/এমএম