টাঙ্গাইলে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিতঃ 6:11 pm | November 29, 2023

কালের আলো প্রতিবেদক:

টাঙ্গাইলে দশম শ্রেণীর মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শহীদুল ইসলাম খোকন (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ রাষ্ট্র বহন করবে বলে রায়ে উল্লেখ করা হয়।

শহীদুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শেখ শিমুল গ্রামের আব্দুল আলিমের ছেলে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগীর চাচাতো ভাই। প্রেমের সর্ম্পকের সূত্রে ২০২১ সালের ১ অক্টোবর বিয়ের আশ্বাস দিয়ে খোকন নিজ বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে খোকন ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সালিসে খোকন ছাত্রীকে বিয়ে করবে এবং অনাগত সন্তানকে স্বীকৃতি দিবে বলে জানালেও পরে পালিয়ে যায়।

এরপর ছাত্রীর মামা ছানোয়ার হোসেন বাদী হয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। পরে ওই ছাত্রী পুত্রসন্তান জন্ম দেন। ডিএনএ পরীক্ষায় আসামি খোকন শিশুটির জৈবিক পিতা বলে প্রমানিত হয়। মামলার সাক্ষ্য শেষে আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় শহীদুল ইসলাম খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

কালের আলো/এসএমআর