মেলেনি অনুমতি, ১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা করবে আ.লীগ
প্রকাশিতঃ 5:48 pm | December 06, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশের অনুমতি না পেয়ে ঘরোয়া আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেদিন সকালে শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ নয় আলোচনা সভা করবে আওয়ামী লীগ। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা হবে।
অপরদিকে আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে আদৌ অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।
কালের আলো/এসএম/আর