আওয়ামী লীগের যৌথসভা বিকেলে
প্রকাশিতঃ 10:24 am | December 11, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা সোমবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
কালের আলো/এসএম/আর