চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে পুলিশ এফসি’র জয়

প্রকাশিতঃ 10:13 pm | December 22, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে পুলিশ এফসি’র জয়
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ময়মনসিংহ রফিক উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে বিকেল আড়াইটায় এই খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ এফসি ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে।

পুলিশ এফসির ফরোয়ার্ড ইবারগুয়েন গার্সিয়া খেলার ২২ মিনিটে প্রথম ও ৪৩ মিনিটে ২য় গোল করেন। ইবারগুয়েন গার্সিয়া খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

প্রসঙ্গত, বিপিএলের গত মৌসুমে পুলিশ এফসি ৩য় স্থান লাভ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।

কালের আলো/বিএসবি/এমএ