আবারও ‘মেয়ে’ ড.শিরীনের জন্য প্রধানমন্ত্রীর ভোটের আবেদন
প্রকাশিতঃ 9:18 pm | December 26, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
আবারও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নিজের ‘মেয়ে’ হিসেবে ভোটারদের মাঝে পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের পুত্রবধূ সরকারপ্রধান আঞ্চলিক ভাষায় কন্যার জন্য ভোটও চাইলেন। আবেগমাখা কন্ঠে জানিয়ে দিলেন রংপুর-৬ আসনটিতে ড.শিরীনকে ভোট দিয়ে নির্বাচিত করা মানে তাকে, সজীব ওয়াজেদ জয়কে এবং সায়মা ওয়াজেদ পুতুলকে ভোট দেওয়া। ভোটারদের হাতেই তুলে দিলেন স্পিকারকে।
বঙ্গবন্ধুকন্যা প্রথমে বললেন, ‘আপনাদের কাছে আমার এটিই আবেদন, আমি আপনাদের এলাকার পুত্রবধূ। কী বাহেরা, একখান ভোট মুই পামু না, হামাক একখান ভোট দিবা না, হামাকে একখান ভোট দিবা?’ পরে বললেন, ‘এই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার মানে আমাকে ভোট দেওয়া, সজীব ওয়াজেদ জয়কে ভোট দেওয়া, জয়ের ভোট, পুতুলের ভোট, তাকে ভোট দেওয়া।’
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এমন আহ্বান জানানোর সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবারও ভোটে লড়ছেন ড.শিরীন। পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-৬ আসনে ২০১৪ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন স্পিকার। প্রধানমন্ত্রী আসনটি ছেড়ে দেওয়ার পর উপ-নির্বাচনে জিতে আসেন তিনি। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর পীরগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি আমার মেয়ে শিরীন শারমিনকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। আজকেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা শিরীন শারমিনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমার প্রতিনিধি হিসাবে শিরীন আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করে যাবে।’
সেদিন আগাম সুসংবাদ দিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেছিলেন, ‘আপনারা জানেন, জাতীয় সংসদে স্পিকারের পদ হচ্ছে সর্বোচ্চ পদ। রাষ্ট্রপতি পদের পরেই হচ্ছে স্পিকার, তারপরে হলো প্রধানমন্ত্রী। কাজেই আপনাদের সৌভাগ্য আরো বড় একজন আপনাদের হাতে তুলে দিয়েছি। তাকে নির্বাচিত করতে পারলে আগামীতে তাকে আবারও স্পিকার হিসাবে নির্বাচিত করতে পারব।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম সংসদে সংরক্ষিত আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেন ড.শিরীন শারমিনকে। পরে তাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। আবার দেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রথম নারী স্পিকারের গৌরবও তাঁর। দক্ষতার সঙ্গে টানা তৃতীয়বার দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হিসেবে। বিরোধী দল জাতীয় পার্টি তাকে বিশ্বের ‘শ্রেষ্ঠ স্পিকার’ হিসেবে অভিহিত করেছেন।
জানা যায়, এবার রংপুর-৬ আসনে স্পিকার বর্তমান সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী’র সঙ্গে ভোটের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া যাদু। ভোটের মাঠে আসনটিতে স্পিকারের অবস্থান শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর জন্য ভোটের আবেদনের মধ্যে দিয়ে ভোটের মাঠে আরও সুসংহত হয়েছে ড.শিরীনের অবস্থান, এমন অভিমত বিশ্লেষকদের।
কালের আলো/এমএএএমকে