মূর্শেদীর জয় নিশ্চিত, এবার দারাকে পাল্টা তোপ দেগেছেন ইউপি চেয়ারম্যান জিয়া!
প্রকাশিতঃ 1:22 am | December 27, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্তজা রশিদী দারাকে এবার পাল্টা তোপ দেগেছেন স্থানীয় সেনহাটী ইউপি চেয়ারম্যান মো. জিয়া গাজী। ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য খুলনা-৪ আসনের নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর অর্থের বিনিময়ে তাঁর পক্ষে সমর্থন আদায় ও কর্মীদের ভয়ভীতি দেখানোর মিথ্যা ও বানোয়াট অভিযোগকে। পাশাপাশি জনগণের ভোটে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর জয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থী মোর্তজা রশিদী দারা এমন অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় দিঘলিয়া প্রেসক্লাব অডিটরিয়ামে খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী দারা এর মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই ইউপি চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেনহাটী ইউপি চেয়ারম্যান মো. জিয়া গাজী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত ও বানচাল করতে স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা নিজের পক্ষে সমর্থন আদায়ের জন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে, ভোট যাকেই দেওয়া হোক না কেন আব্দুস সালাম মূর্শেদীকে জয়ী ঘোষণা করা হবে। এ ধরনের কোন ঘটনা বা কথা আমি বা নৌকার কোন সমর্থক বা কর্মী কোথাও কখনও বলেনি।
চেয়ারম্যান মো. জিয়া গাজী আরও বলেন, ‘আমি একজন জনপ্রতিনিধি। আমাকে জড়িয়ে এ ধরণের অপপ্রচার চালানোর জন্য স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেছেন। যা সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। তাই আমার বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার চালানোর জন্য অবিলম্বে স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোশাররফ হোসেন, মাস্টার ইউনুস আলী, মোঃ জালাল তালুকদার, মোঃ সাহেব আলী, গাজী জাকির হোসেন, মঈনুল ইসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, শেখ ইখতিয়ার হোসেন, সৈয়দ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএইচইউ