উন্নয়নের গল্পগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন, প্রধানমন্ত্রীর যুগশ্রেষ্ঠ নেতৃত্ব নবমাত্রায় উপস্থাপন মেয়র আতিকুল ইসলামের

প্রকাশিতঃ 9:11 pm | January 04, 2024

রাইসুল ইসলাম খান অনিক/আব্দুল হামিদ, কালের আলো:

উন্নয়নের অভিযাত্রায় অদম্য গতিতে ছুটে চলেছেন বঙ্গবন্ধুর সুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই সাফল্য আর অর্জনে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উড়ন্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা নিয়ে এবার ‘উন্নয়নের গল্পগাথা’ শীর্ষক বই লিখেছেন দৈনিক সন্ধানী বার্তার সম্পাদক ও প্রকাশক এবং কালের আলো.কম’র অ্যাকটিং এডিটর এম.আব্দুল্লাহ আল মামুন খান।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে নগর ভবনের কনফারেন্স হলে বইটির মোড়ক উন্মোচন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগশ্রেষ্ঠ নেতৃত্বকে নবমাত্রায় উপস্থাপন করেছেন। উত্তরের টানা দু’বারের নির্বাচিত এই মেয়র মনে করেন, ‘এই বইটি সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন বাংলাদেশকে সবার সামনে তুলে ধরতে প্রভাবকের ভূমিকা পালন করবে।’

নবচিন্তা প্রকাশনের প্রকাশক মো.শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক এম.আব্দুল্লাহ আল মামুন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সাধারণ কাউন্সিলর মো.হুমায়ুন রশীদ জনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী, রাজিয়া সুলতানা ইতি ও শাহিন আক্তার সাথী।

বদলে যাওয়া বাংলাদেশের চিত্র
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির বলেন, ‘প্রতিশ্রুতিশীল সাংবাদিক এম.আব্দুল্লাহ আল মামুন খান উন্নয়নের গল্পগাথা বইটিতে তাঁর বলিষ্ঠ লেখনীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে এনেছেন। এই বইটি দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন-অগ্রযাত্রার উজ্জ্বল উদাহরণ।’

সমৃদ্ধ বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী
বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী বলেন, ‘একজন যোগ্য ও বিচক্ষণ নেতা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়গাথা এখন বিশ্বনেতাদের মুখে মুখে। দেশের মানুষের আর্থসামাজিক মুক্তিসাধন এবং ক্ষুধা-দারিদ্র্যের বেড়াজাল ছিন্ন করে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তেই অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটল দেশপ্রেম, দৃঢ় মানসিকতা, দূরদর্শিতা ও মানবিক গুণাবলির মাধ্যমে বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশের এই রূপকারের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের বাস্তব চিত্র ক্ষুরধার লেখনীতে তুলে এনেছেন তরুণ গণমাধ্যম ব্যক্তিত্ব এম.আব্দুল্লাহ আল মামুন খান। আমি বইটির সাফল্য কামনা করি এবং লেখককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

‘উন্নয়নের গল্পগাথা’ সরকারের উন্নয়নের দলিল
সভাপতির বক্তব্যে নবচিন্তা প্রকাশনের প্রকাশক, দৈনিক সন্ধানী বার্তার প্রধান সম্পাদক মো.শামসুল আলম খান বলেন, ‘ইস্পাত কঠিন দৃঢ়তায় শত প্রতিকূলতা পেরিয়ে সক্ষমতার নতুন সোপানে দেশকে আলোর দেখা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘উন্নয়নের গল্পগাথা’ গ্রন্থটিতে এসব ওঠে এসেছে এই সময়ের প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মী এম.আব্দুল্লাহ আল মামুন খানের নিখাঁদ শব্দের শাণিত গাঁথুনিতে। তিনি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের রূপকার ও ‘বিশ্ব মানবতার বিবেক’ শেখ হাসিনাকে চিত্রিত করেছেন তাঁর বাগ্মিতার শক্তিতে; সাহিত্যের রসবোধে এবং অন্তর্ভেদী চোখে। নি:সন্দেহে গ্রন্থটি সরকারের উন্নয়নের দলিল।’

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে
‘উন্নয়নের গল্পগাথা’ বইটির লেখক, দৈনিক সন্ধানী বার্তার সম্পাদক ও প্রকাশক এবং কালের আলো.কম’র অ্যাকটিং এডিটর এম.আব্দুল্লাহ আল মামুন খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিশ্বকে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের বৃহত্তম স্থাপনা পদ্মা সেতু নির্মাণ করে গোটা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন আমরাই পারি। ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, স্মার্ট বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার করেছেন। অর্জনের তালিকায় যুক্ত করেছেন মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি। এসব বিষয়াদি নিয়েই রচিত হয়েছে আমার লেখা তৃতীয় গ্রন্থ ‘উন্নয়নের গল্পগাথা’। এর আগে আমার সম্পাদনায় ২০২০ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় সাড়া জাগানো স্মারক গ্রন্থ ‘করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’। ২০২১ সালের অক্টোবরে প্রকাশিত সরকারের গ্রামমুখী উন্নয়নের নজির স্থাপনকারী গ্রন্থ ‘শেকড়ে দিনবদলের অভিযাত্রা’। বইসমূহ পাঠকমহলে নন্দিত হয়েছে।’

প্রধানমন্ত্রীর যুগশ্রেষ্ঠ নেতৃত্বকে নবমাত্রায় উপস্থাপন মেয়র আতিকের, উন্নয়নের গল্পগাথার প্রশংসা
হ্যাট্টিক সরকারপ্রধান এবং চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃত্বের বিচারে বিশ্ব প্রেক্ষাপটেও আসীন নতুন উচ্চতায়। সিদ্ধান্ত গ্রহণ, মানবিকতা আর বিচক্ষণতায় অতুলনীয় একজন সরকারপ্রধান।নেতৃত্বগুণ, দূরদর্শিতা, মেধা ও প্রজ্ঞায় অনন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের হৃদয়ের শুভকর্মের প্রদীপ্ত চৈতন্যে ধারণ করে বরাবরই উপস্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।

‘উন্নয়নের গল্পগাথা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি’র মেয়র মো.আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে নবমাত্রায় উপস্থাপন করেন। তিনি বলেন, ‘উন্নয়নের অভিযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব সূচকেই দেশের অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে। ‘উন্নয়নের গল্পগাথা’ অসাধারণ একটি বই। সরকারের মেগা প্রকল্পসহ অনেক উন্নয়নসমূহ এখানে বর্ণাঢ্য ক্যানভাসে ওঠে এসেছে। এর মাধ্যমে সরকারের উন্নয়নের সুফল ও বাস্তবায়নের বিষয়ে ব্যাপকভাবে জানার সুযোগ তৈরি হবে। নাগরিক সচেতনতাও বৃদ্ধি পাবে।

পাশাপাশি আজ (বৃহস্পতিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন। এই দিনে এই বইটির মোড়ক উন্মোচন আসন্ন সংসদ নির্বাচনে ভোটের মাঠে গুরুত্বপূর্ণ একটি বার্তা দেবে। আমি বলবো সঠিক সময়ে সঠিক কাজটি করা হয়েছে। এজন্য লেখক সাংবাদিক এম.আব্দুল্লাহ আল মামুন খানকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিস্মৃতিপ্রবণ। তাই এই বইটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগশ্রেষ্ঠ নেতৃত্বে সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন বাংলাদেশকে সবার সামনে তুলে ধরতে প্রভাবকের ভূমিকা পালন করবে।’

এ সময় দৈনিক সন্ধানী বার্তার জেনারেল ম্যানেজার (অপস এন্ড মার্কেটিং) গোলাম কিবরিয়া মন্ডল, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মেহেদী হাসান আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


কালের আলো/আরআইএ/এএইচ