তামীম আল আদনানের প্রথম মুক্তগদ্যের বই ‘শহুরে ম্যাগপাই’

প্রকাশিতঃ 9:52 pm | January 06, 2024

সাহিত্য ডেস্ক, কালের আলো:

আগামী বইমেলায় প্রকাশিত হবে তরুণ গদ্যশিল্পী তামীম আল আদনানের মুক্তগদ্যের বই ‘শহুরে ম্যাগপাই’। বইটি প্রকাশ করেছে স্বরবর্ণ প্রকাশনী। সম্প্রতি বইটির প্রি-অর্ডার শেষ হয়েছে। বইটি হবে ব্ল্যাক এডিশনের। বইটির চমৎকার প্রচ্ছদ করেছে কাজী হাসানুল বান্না।

বইটি সম্পর্কে জানতে চাইলে তামীম আল আদনান বলেন, ‘আমি মূলত থ্রিলার, অ্যাডভেঞ্চার জগতের মানুষ। কিন্তু বছর তিনেক আগে মুক্তগদ্যের সম্মোহনী শক্তির বাহুডোরে আবদ্ধ হয়ে যাই। এবং তারপর থেকে নিজের চিন্তা-চেতনা, অনুভূতি, দর্শন কে মুক্তগদ্যের প্রচ্ছদে রূপ দেবার মেহনত শুরু করি। সেই মেহনতের-ই একটা ফসল হলো—’শহুরে ম্যাগপাই’।

তিনি আরও বলেন, এই পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিন, লিটলম্যাগ এ আমার একাধিক মুক্তগদ্য ছাপা হয়েছে। এবং তা পড়ে পাঠক মুগ্ধ হয়েছে বলে আমাকে জানিয়েছেন। তাই আমি আশা করি আমার এই বইটিও পাঠক আনন্দের সাথেই গ্রহণ করবে।

শহুরে ম্যাগপাই লেখকের প্রথম বই। এরপর আসছে তার থ্রিলার উপন্যাস—বহুরূপী।

কালের আলো/আব্দুল হামিদ