সপ্তমবারের মতো জামালপুর-৩ আসনে জয়ী মির্জা আজম

প্রকাশিতঃ 10:44 pm | January 07, 2024

কালের আলো প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে বিপুল ভোটে সপ্তমবারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই আসনের ১৫৩টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে মির্জা আজম ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) মেলান্দহ উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা একে এম লুৎফর রহমান ও মাদারগঞ্জ উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে মীর সামছুল আলম লিপটন পেয়েছেন ৭ হাজার ৪৯৪ ভোট, আরেক প্রার্থী জাতীয় পার্টি জেপির বাইসাইকেল প্রতীকের মো. নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট।

এ আসনটিতে দুই উপজেলার ৩টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের ১৫৩টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮১৯ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫৩ হাজার ৭১৭ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

কালের আলো/বিএসবি/এমএন