শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেতে ‘অগ্রযাত্রায় বাংলাদেশ’, মানবিক মূল্যবোধে গুরুত্ব সিজিএস’র
প্রকাশিতঃ 9:03 pm | January 16, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
শিক্ষার্থীদের বহুমাত্রিক ডিসপ্লেতে ওঠে এসেছে উন্নয়ন অগ্রযাত্রার অদম্য বাংলাদেশ। লাল-সবুজের পোশাকে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেতে ঠাঁই করে নেয় মুক্তিযুদ্ধ আর কাঙ্ক্ষিত স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদান। ঠিক যেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।’ চমৎকারিত্ব আর নতুনের আবাহনে কোমলমতি শিক্ষার্থীরা তুলে আনলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে শত বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশের জয়যাত্রা; উন্নয়নের প্রতিচ্ছবি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আবেগ-ভালোবাসায় পূর্ণ এমন ডিসপ্লে উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তাঁর জীবনসঙ্গী সারাহনাজ কমলিকা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সিজিএস।
অনুষ্ঠানে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো.আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল কর্নেল শহীদুর রহমান ওসমানী, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কালের আলো/বিএসবি/এমএই