চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি ধরতে ১৫ বাড়িতে অভিযান, আটক ১
প্রকাশিতঃ 10:30 am | January 22, 2019
কালের আলো প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকায় হলি আর্টিসান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় মনিরুল ইসলাম নামে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ অভিযান চালানো হয়।
আটক মনিরুল ইসলাম শিবনারায়ণপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, হলি আর্টিসান হামলায় জড়িত এক বা একাধিক জঙ্গি এই এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের প্রায় ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যায়। তবে মনিরুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কালের আলো/এএ/এমএইচএ