শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 9:34 pm | January 28, 2024
কালের আলো প্রতিবেদক:
ঢাকা সেনানিবাসের শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের সবুজ প্রাঙ্গনে দু’দিন ব্যাপী আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক জিওসি ও লজিস্টিক্স এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন বেগম ফারহানা সরওয়ার।
আইএসপিআর জানিয়েছে, প্রতিযোগিতায় বেগম রোকেয়া হাউজ চ্যাম্পিয়ন এবং রাবেয়া বসরী হাউজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।
এর আগে গত ২৫ জানুয়ারি প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সেনাসদর এমও পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব।
এছাড়া একই দিনে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বেগম জেবিন আনোয়ার।
কালের আলো/ডিএস/এমএম