সরস্বতী পূজা উপলক্ষে মিরপুরের স্কুল-কলেজে ডিএমপি কমিশনারের উপহার 

প্রকাশিতঃ 5:11 pm | February 13, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরস্বতী পূজা উপলক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পক্ষ থেকে মিরপুর বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এসব উপহার বিতরণ করেন মিরপুর বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

মিরপুর জোনের এডিসি মাসুক মিয়া পিপিএম জানান, বিদ্যার দেবী সরস্বতীর পূজা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে। এ পূজা শিক্ষার্থীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাই মাননীয় ডিএমপি কমিশনার মহোদয়ের পক্ষ থেকে বিভিন্ন স্কুল-কলেজে আমরা  শুভেচ্ছা উপহার বিতরণ করেছি।

উপহার পেয়ে উচ্ছ্বসিত মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্মিলিতভাবে উদযাপন করা হয়ে থাকে। সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার পাঠানোয় ডিএমপি কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।’

ডিএমপির মিরপুর জোন সূত্র জানায়, মিরপুরে  কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ডক্টর মুহাম্মদ  শহীদুল্লাহ আদর্শ  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালিকা শাখা), জান্নাত একাডেমী, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, রোটারী স্কুল এন্ড কলেজ, রূপনগর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয়, দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ও মিরপুর কমার্স কলেজে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কালের আলো/বিএসবি/এমএম