স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টে রাফি উইনার ও তৌসিফ রানার আপ

প্রকাশিতঃ 7:34 pm | February 17, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তিন দিনব্যাপী ২২তম স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টে মোহাম্মদ রাফি উইনার, তৌসিফ ইকবাল সিদ্দিকি রানার আপ ও মিসেস লি ইয়ং কিয়ং লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই টুর্নামেন্টে দেশি ও বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬০০ জন গলফার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

কালের আলো/ডিএস/এমএম