দ্বিতীয় সন্তানের বাবা হলেন কোহলি
প্রকাশিতঃ 3:03 pm | February 21, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি নিজেই জানান ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার কথা।
ভারতীয় এই ব্যাটার লিখেন, ‘আমাদের জীবনের এই সুন্দর সময়ে আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি। আশা করি, আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সবাই সম্মান জানাবেন। ভালোবাসা ও কৃতজ্ঞতা। ’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দলের কাছে হায়দরাবাদে গিয়েছিলেন কোহলি। তবে সিরিজ শুরুর দুই দিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ছুটি নেন। তখনই গুঞ্জন শোনা যায় কোহলি বাবা হচ্ছেন। পরবর্তীতে তার পারিবারিক বন্ধু ও দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেন, খবরটি সত্যি। যদিও পরে গিয়ে বিষয়টি ভুল বলে ক্ষমা চান তিনি। তবে সেটিই সত্যি হলো।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্টের দলও ঘোষণা করা হয় কোহলিকে ছাড়াই। প্রথম তিন ম্যাচের দুটি জিতে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
কালের আলো/এমএইচ/এসবি