আর্মি স্টেডিয়ামে সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিতঃ 5:47 pm | February 26, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আর্মি স্টেডিয়ামে সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৩ দিনব্যাপী সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের আয়োজনে বাংলাদেশসহ ১২টি দেশের মোট ১০৭ জন পুরষ, মহিলা ও প্যারা আরচ্যার অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি 70m, Recurve Archery ক্যাটাগরিতে পরিচালিত হবে। প্রতিযোগীরা পুরুষ একক, মহিলা একক, দ্বৈত এবং যৌথ ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন।

এছাড়া প্রতিযোগিতায় মোট ১৪টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জ মেডেল প্রদান করা হবে। সম্পূর্ণ প্রতিযোগিতার উপর ভিত্তি করে একটি দলকে ফেয়ার প্লে ট্রফি প্রদান করা হবে। প্রতিযোগিতাটি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আয়োজন করা হচ্ছে এবং টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল মিলিটারি স্পোর্টস কাউন্সিল (সিআইএসএম) বিশ্বের শীর্ষ সামরিক ক্রীড়া সংস্থা যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সিআইএসএম’র সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। এই আন্তর্জাতিক সংস্থার মূল স্লোগান হলো “Friendship Through Sport”। বাংলাদেশসহ বিশ্বের ১৪০ টি দেশের সামরিক বাহিনী সিআইএসএম’র সদস্য। প্রতিষ্ঠার পর থেকে সিআইএসএম ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দল নিয়মিত সিআইএসএম’র বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।

কালের আলো/ডিএস/এমএম