উল্টোপথের গাড়ি থামানোয় পুলিশকে পেটালেন সরকারি কর্মকর্তা
প্রকাশিতঃ 10:26 pm | January 26, 2019
কালের আলো প্রতিবেদক:
সিলেটে এক ট্রাফিক পুলিশকে জনসম্মূখে পেটালেন এক সরকারি কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তির নাম তানজিল আহমদ। তিনি সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের একজন কর্মকর্তা। এদিকে মারধরে আহত ট্রাফিক সদস্য মো. আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তানজিল আহমদ মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ানওয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. আলী তার মোটরসাইকেলে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় ট্রাফিক সদস্য আলী একটু এগিয়ে গিয়ে মোটরসাইকেলের গতিরোধ করলে তানজিল ক্ষেপে গিয়ে মোটরসাইকেল থেকে নেমে তেড়ে আসে। পরে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক পেটাতে শুরু করেন।
এক পর্যায়ে উপস্থিত জনতা ও অন্য ট্রাফিক সদস্যরা এসে তানজিলকে আটক করেন। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ বলেন, ‘জনসম্মূখে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
কালের আলো/এএ/এমএইচএ