রমজানে প্রাথমিকে শিক্ষা কার্যক্রম ৯টা থেকে সাড়ে ৩টা
প্রকাশিতঃ 6:20 pm | March 07, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৭ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো চিঠিতে নতুন সময়সূচি জানানো হয়েছে।
তাতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়সূচি সব ধরনের স্কুলের ক্ষেত্রে (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওই সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে শ্রেণি কার্যক্রমের রুটিন দেবেন। এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।
কালের আলো/এমএইচ/এসবি