বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
প্রকাশিতঃ 7:19 pm | March 17, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। রবিবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপিরা, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলে জানান পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি ইনামুল হক সাগর।
কালের আলো/ডিএস/এমএম