হারের মুখে, তবুও স্বপ্ন দেখছে বাংলাদেশ
প্রকাশিতঃ 8:10 pm | February 09, 2018
কালের আলো রিপোর্ট:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে কখনো ৩০০ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জর্জেসে। দেশের মাটিতে বাংলাদেশ লক্ষ্য তাড়া করে জিতেছে একবার। ২০১৪ সালে মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল ৩ উইকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর কলম্বোয় ১৯১ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেট জিতেছিল বাংলাদেশ।
অসম্ভব হলেও মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বপ্ন দেখছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কা ৩১২ রানের লিড নিয়েছে। প্রথম ইনিংস ২২২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ২০০। সেখানে প্রথম ইনিংসে ১১০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ। রোশেন সিলভা ৫৮ ও সুরঙ্গা লাকমল ৭ রানে অপরাজিত আছেন।
চতুর্থ ইনিংসে কিভাবে জেতা সম্ভব? এমন প্রশ্নে মিরাজ বলেন, “অবশ্যই আছে। আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আছে। যারা ব্যাটসম্যান আছে সবাই খুব আত্মবিশ্বাসী! মুমিনুল ভাই, তামিম ভাই, মুশফিক…ভাই, সকল ভাইরা যারাই আছে, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। প্রথম ইনিংসে এমনটা হতেই পারে। এটা আসলে দুর্ঘটনা বলবো।”
চেজ করার রেকর্ড নেই বাংলাদেশের। তারপরও কিভাবে স্বপ্ন দেখছেন, “শ্রীলঙ্কার মাটিতে গিয়ে আমরা একটা টেস্ট জিতেমছিলাম। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার মাটিতে ২০০ রান চেজ করে জিততে পারলে আমার মনে হয় নিজেদের মাটিতে আমরা ৩০০ প্লাস রান করে জিততে পারব। এটাই আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। অবশ্যই আমাদের সিনিয়র খেলোয়াড় যারা আছে, তারা ভালো খেলবে দায়িত্ব নেবে। তারা ভালো খেললে টিমটা রেজাল্ট করবে।”
খেলা শেষে টেস্টের ফলাফল নিয়ে বাংলাদেশের প্রত্যাশা জানতে চাইলে মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, “ম্যাচে এখনো সব কিছুই হতে পারে। আমাদের লক্ষ্য আগামীকাল দ্রুত দুটি উইকেট নেয়া। আমাদের আত্মবিশ্বাস আছে, সকালে দ্রুত উইকেট তুলে নেয়ার পর ওরা যাই রান করুক না, সেটা চেজ করার।”
মিরপুরে দুই দিনের ২৮ উইকেট হারিয়েছে দুই দল। বাকি দিনে উইকেট কেমন হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, “উইকেটে এখনো খেলার অনুপোযুক্ত হয়নি। এখনো কোনো বল অনেক নিচু হয়নি। উইকেটে টার্ন আছে। তবে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়নি। স্বাভাবিক খেলা খেলতে পারলেই ব্যাটসম্যানরা সফল হবে।”
কি করলে সফল হবে এমন প্রশ্নে মিরাজ বলেন, “নরমাল উইকেটের চেয়ে এই উইকেটে ফোকাস বেশি দিয়ে খেলতে হয়। এই উইকেটে মনোযোগ একটু এদিক সেদিক হলে বাঁচার কোন চান্স থাকে না। কিন্তু নরমাল উইকেটে অনেক সময় ভুল করেও বেঁচে যাওয়া যায়। আমাদের ব্যাটসম্যানরা পূর্ণ মনোযোগ ধরে রেখে খেলতে পারলে ভালো কিছু আশা করা সম্ভব।”