পার্কিংয়ে কোনো শপিংমল-দোকান থাকতে পারবে না: মেয়র আতিক

প্রকাশিতঃ 12:08 am | April 07, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় কোনো শপিংমল বা দোকান থাকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা: আমাদের সম্প্রদায়কে রক্ষা করা’ শীর্ষক গোলটেবিল বৈঠক এ কথা বলেন আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, ভবনের পার্কিংয়ে শপিং মল বা বাজার হচ্ছে একটি মরণফাঁদ। আমরা কেউ মরণফাঁদ দেখতে চাই না। যারা ভবনের নকশায় দেখিয়েছেন আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং। ভবনের গাড়ি পার্কিংয়ে কোনো শপিং মল বা বাজার থাকতে পারবে না। এটি হচ্ছে আরেকটি মরণফাঁদ।

তিনি বলেন, এ ধরনের আন্ডারগ্রাউন্ড শপিংমলে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে কারো দ্রুত সরে যাওয়ার সুযোগ নেই। ধোঁয়ায় বেশিরভাগ মানুষ মারা যাবে। মরণফাঁদ আমরা কেউ দেখতে চাই না।

ঈদের বার্তায় নগরবাসীকে উদ্দেশ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় বা স্কুল, অন্য কোনও প্রতিষ্ঠানের যেসব স্থানে মশার প্রজনন হবে, যেমন- বাথরুমের কমোড, ফুলের টব অবশ্যই ঢেকে রেখে যেতে হবে। এছাড়া ভবনের ফুলের টব বা রঙের খালি কৌটা যদি থাকে, এগুলো ঢেকে যেতে হবে। না হলে এসব স্থানে এডিস মশার প্রজনন হবে। স্বাস্থ্য নিরাপদ ও সুস্থ রাখতে প্রত্যেকের বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব স্থানে স্বচ্ছ পানি জমে, সেটা যাতে না হয়, সেজন্য সবাইকে বিশেষ নজর দিতে হবে।’

কালের আলো/ডিএস/এমএম