সীমান্তে আর কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না: কোষ্টগার্ড ডিজি
প্রকাশিতঃ 7:37 pm | April 21, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় টহল জোরদারের পাশাপাশি সীমান্তের নিরাপত্তায় কোস্টগার্ডের সদস্যরা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এ সময় তিনি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। সীমান্তে আর কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। রোহিঙ্গা কিংবা রাখাইনের যে কোনো অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে। রাখাইনের সংঘাত, সংঘর্ষ বাংলাদেশের জন্য কোন হুমকি মনে করেনা।
রোববার (২১ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন্স দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এসব কথা বলেন।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাখাইনে চলমান সংঘাতের কারণে গোলাগুলি, সংঘর্ষ ও বিস্ফোরণের শব্দ এপারে চলে আসছে। এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ উৎকন্ঠা রয়েছে। এ ব্যপারে কোস্ট গার্ডসহ বিজিবি নৌবাহিনীসহ আইনশৃংখলা বাহিনী সীমান্তে সতর্ক নজরদারিতে রয়েছে।
তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশরোধ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে। এদিকে কোষ্টগার্ডের মহাপরিচালক জলসীমা পরিদর্শনকালেই টেকনাফ শাহপরীর দ্বীপের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া সীমান্তে মায়ানমারের ওপার থেকে ছোঁড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম